রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সুনামগঞ্জে কাভার্ড ভ্যানভর্তি হরলিক্স ও লোশনসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সুনামগঞ্জে কাভার্ড ভ্যানভর্তি ৩৫ কাটন হরলিক্স ও ৬৫ কাটন জনসন বেবি লোশনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের কাছে সুরমা নদীর তীর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চালক মাদারীপুর জেলার রাজৈ থানার তেলিকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে ছুন্নু হোসেন (২১), হেল্পার লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান (২০) ও জব্দকৃত মালামালের মালিক সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ফেনিবিল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (৫০)।

জব্দকৃত এসব মালামালের বাজার দাম ৬ লাখ ৩০ হাজার ৫২০ টাকা।

সদর পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার চক বাজারে পাচারের উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দেয়া আমদানী নিষিদ্ধ এসব হরলিক্স ও বেবি লোশন কাভার্ড ভ্যানে তোলা হয়েছিল। গোপন সংবাদে খবর পেয়ে সদর থানার এসআই পাপেল রায়, এসআই বাবুল হাওলাদার ও এএসআই জমিস উদ্দিন অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে ও কাভার্ড ভ্যানসহ তিনকে আটক করে। এসব মালামাল জব্দ ও তিনজনকে আটকের ঘটনায় এস.আই পাপেল রায় বাদী সদর থানায় মামলা দায়ের হয়েছে।

সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাভার্ড ভ্যানভর্তি হরলিক্স ও বেবি লোশনসহ তিনজনকে আটক করেছে। আটকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় মামলা দায়ের হয়েছে।’