মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মলম পার্টির ২ সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
আটককৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার বালুরচর গ্রামের জমির আলীর ছেলে নিজাম উদ্দিন (৪৫) এবং একই উপজেলার বালিধরা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে শাব আলী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলা শহরের এনসিসি ব্যাংক থেকে টাকা নিয়ে এক নারী গ্রাহক বের হলে মলম পার্টির তিন সদস্যের পাল্লায় পড়েন তিনি। ওই মহিলা কৌশলের আশ্রয় নিলে পরিবহন শ্রমিকসহ স্থানীয় জনতা দুইজনকে আটক করলেও একজন পালিয়ে যায়। পরে আটককৃতদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।