সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃষক রফিজ হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩১ অক্টোবর বুধবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। এই মামলায় অপর ২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- ছাতক উপজেলার জহিরপুর গ্রামের খানন মিয়া ও সাদীপুর গ্রামের আ. আজিজ।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি খায়রুল কবির রুমেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালে পারিবারি কলহের জেরে নিহত রফিজ মিয়ার ছেলে ও আসামি আজিজের কথাকাটি হয়। এর একপর্যায়ে রফিজ আলী এগিয়ে আসলে তাকে আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় রফিজকে হাসপাতাল নিয়ে গেলে সেখানের তার মৃত্য হয়। পরদিন নিহত রফিজের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ বিচারকাজ শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।