বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে উন্নত জাতের হাঁসের বাচ্চা উৎপাদনে ইলেকট্রনিক্স ডিভাইস স্থাপন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

উন্নত জাতের হাঁসের বাচ্চার চাহিদার কথা বিবেচনা করে সিলেটে প্রথমবারের মতো ০৪টি ইনকিউবেটর স্থাপন করা হয়েছে। এর ফলে হাঁস পালনের সাথে সংশ্লিষ্ট নর-নারীরা ব্যাপক পরিসরে হাস পালনে উৎসাহিত হবেন। এসডিসি-সমষ্টি প্রকল্প ও এসিআই অ্যানিম্যাল হেলথ এর যৌথ উদ্যোগে গোইনঘাটের ৬ নং ফতেপুর ইউনিয়নের দেওয়ানেরগাঁওয়ে পরীক্ষমূলকভাবে এগুলো স্থাপন করা হয়। আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম ভূঁইয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থানীয় পর্যায়ে উন্নত জাতের হাঁসের বাচ্চার চাহিদা পূরণের লক্ষ্যে পরীক্ষমূলকভাবে স্থাপিত ইনকিউবেটরগুলো ৩৭.৫ ডিগ্রি সে: তাপমাত্রা ও ৪৫% আদ্রতায় ২৮ দিন সময়ে অটোমেটিকভাবে বাচ্চা উৎপাদন করবে।এর ফলে উন্নতজাতের হাঁসের বাচ্চার দাম যেমন কমে আসবে তেমনি করে হাঁস পালনের সাথে সংশ্লিষ্ট নারীরা উৎসাহ পাবে। এ অঞ্চলের হাঁস পালনের সাথে সংশ্লিষ্ট উপকারভোগীরা মূলত সুনামগঞ্জের দিরাই ও শাল্লা এলাকার হ্যাচারী হতে হাঁসের বাচ্চা সংগ্রহ করে থাকতেন। এসকল অঞ্চল থেকে হাঁসের বাচ্চা ক্রয়ের ফলে দেখা যেত যাতায়ত ব্যবস্থার কারণে অনেক সময় হাঁসের বাচ্চা আনার পর মারা যাওয়ার পাশাপাশি গুনগত ও মানসম্মত বাচ্চার প্রাপ্ততা নিশ্চিত করা সম্ভব হতনা। অন্যদিকে দেখা যেত উপকারভোগীদের বাজার দর এর চাইতে অনেক বেশি দামে বাচ্চাগুলো ক্রয় করতে হতো।

উল্লেখ্য, হাঁস পালনের ক্ষেত্রে ৩টি বিষয়কে সামনে রেখে এসডিসি-সমষ্টি প্রকল্প (আইডিয়া) তাদের কার্যক্রম বাস্তাবায়ন করে যাচ্ছে যেগুলো হচ্ছে: উন্নত জাতের হাঁসের সহজলভ্যতা নিশ্চিতকরণ, হাঁসের মৃত্যু হার কমানো ও সারা বছর হাঁস পালনের ক্ষেত্রে উপকারভোগীদের কারিগরি প্রশিক্ষণের পাশাপশি উৎসাহ প্রদান। এসিআই-অ্যানিম্যাল হেলথ এর সিলেট বিভাগের জোনাল ম্যানেজার সাইফুল আলম বলেন, কাজটি সফল হলে স্থানীয় পর্যায়ে উন্নত জাতের হাঁসের বাচ্চার চাহিদা পূরণ করার পাশাপাশি ডিম উৎপাদন বৃদ্ধি পাবে।

এ বিষয়ে সমষ্টি প্রকল্পের সিলেট অঞ্চলের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মালেক খান বলেন, পরীক্ষামূলকভাবে যেসকল ইনকিউবেটর স্থাপন করা হয়েছে তা সফল হলে এ অঞ্চলের হাঁস পালনকারীরা স্বল্পমূল্যে হাঁসের বাচ্চা ক্রয় করার পাশাপাশি পারিবহন জনিত কারনে হাঁসের বাচ্চার মৃত্যুহার কমে আসবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমষ্টি প্রকল্পের মনিটরিং অফিসার জামাল হোসেন, প্রকল্প ম্যানেজার আমিনুর রহমান, ডা. সাহাবুদ্দিন আহমেদ, এলএসপি শাহাবউদ্দিন, এসসিএ মনোয়ারা আক্তার মিলা, জাহিদুল ইসলাম ভূঁইয়া ও শ্যমেলেন্দু দে প্রমূখ।