সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এখনো কেন্দ্রীয় নেতারা হোটেলে অবস্থান করছেন। বেলা দুই টার পর তারা সমাবেশ স্থলে আসবেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
এদিকে সমাবেশস্থলে লোকজনকে আসতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি দুপুরে জানিয়েছেন, সিলেটের সব কটি প্রবেশমুখে পুলিশ তল্লাশী চালাচ্ছে। এতে করে লোকজন সমাবেশ আসতে ভয় পাচ্ছে।
এদিকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেছেন। তারা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন।
বিএনপির মহানগর সাধারন সম্পাদক আজমল বক্ত সাদেক অভিযোগ করেছেন পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে।
বেলা একটার দিকে সমাবেশ স্থলে এসেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো, শাহজাহান। তিনি এসে সমাবেশ স্থল পরিদর্শন করে মঞ্চে অবস্থান নিয়েছেন।