বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে ১৮০ কেজি ওজনের বাঘ মাছ, দাম ৩ লাখ!
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটের  কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ১৮০ কেজি ওজনের একটি বাঘ মাছ। মঙ্গলবার ভোরে বাঘ মাছটি জেলেদের জালে আটকা পড়ে। বিশাল আকৃতির মাছটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করছেন। লালবাজারে বিক্রির জন্য আনা মাছটির দাম চাওয়া হওয়া হচ্ছে ৩ লাখ টাকা!

লালবাজারের মাছের পাইকার মোঃ আনোয়ার জানান, কুশিয়ার নদীতে মঙ্গলবার ভোরে বাঘ মাছটি জেলেদের জালে আটকা পড়ে। জেলেরা মাছটি বিক্রির জন্য নিয়ে যান কাজীরবাজারে। পরে কাজীরবাজার থেকে তিনি মাছটি ১ লাখ ৩২ হাজার টাকা দিয়ে কিনে আনেন লালবাজারে।

তিনি আরও জানালেন, মাছটির দাম এরই মধ্যে একজন ১ লাখ ৮০ হাজার টাকা বলে গেছেন। তিনি আড়াই লাখের নিচে ছাড়বেন না। সন্ধ্যার মধ্যে মাছটি বিক্রি না হলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করবেন তিনি।