সিলেটের গোলাপগঞ্জে ২টি চোরাই গরুসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। ১৪ অক্টোবর রবিবার ভোর ৪টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নাসাগঞ্জ থেকে এ দুটি গরুসহ গাড়িটি জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে গোলাপগঞ্জ মডেল থানার এস আই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নাসাগঞ্জে অভিযান চালায়।এসময় চুরি করে নিয়ে যাওয়ার সময় কালো রঙের দুটি গরু ও চুরি করতে ব্যবহৃত একটি কার গাড়ি (চট্টমেট্টো-ক ০২-১৫৫৯) গাড়ি জব্দ করা হয়। পুলিশি উপস্থিতি বুঝতে পেরে চুর চক্রের সদস্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি জানান, গরু দুটির মালিক এখনো পাওয়া যায়নি। গাড়িটি জব্দ করা হয়েছে।