মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের প্রাণ বাঁচাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে পুলিশের একটি গাড়ি। এসময় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম। তবে এ সময় অটোরিকশার ২ যাত্রী আহত হয়েছেন।
১২ অক্টোবর শুক্রবার দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইনস সংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, মৌলভীবাজার শহর থেকে বৃষ্টির মধ্যে রাশেদুল ইসলাম গাড়ি করে পুলিশ লাইন যাচ্ছিলেন। এসময় গোমড়া এলাকায় তার গাড়ি (ঢাকা মেট্রো: ১৪-১৯৪৫) পৌঁছালে হঠাৎ যাত্রীবাহী একটি অটোরিকশা ইউটার্ন করলে গাড়ি দু’টি মুখোমুখি হয়ে যায়। তাৎক্ষণিক পুলিশের গাড়িটি অটোরিকশাটিকে পাশ কাটাতে গেলে খাদে পড়ে যায়। এ সময় ধাক্কা লাগলে অটোরিকশার দুই যাত্রী আহত হয়। তবে রাশেদুল ইসলাম ও তার গাড়িচালক অক্ষত রয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যে হঠাৎ সামনে থেকে অটোরিকশাটি ইউটার্ন করে। তখন বাধ্য হয়ে পাশ কেটে যেতে গাড়িকে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি আটক করা হয়েছে।