প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত খোঁজ খবর রাখতে লন্ডন থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ।
১০ অক্টোবর বুধবার রাতে (বাংলাদেশ সময়) এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন।
জানা যায়, পারিবারিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত সোমবার প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দেশের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করেন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৬ অক্টোবর থেকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, মামলার কারণে তারেক রহমান এবং ছুটি না পাওয়ায় তার স্ত্রী ডা. জোবায়দা রহমান দেশে ফিরতে পারছেন না। সেই কারণেই শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখার জন্য দেশে ফিরেছেন তার ছোট ছেলে কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
প্রসঙ্গত, আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর শর্মিলা রহমান সিঁথি তার দুই কন্যাকে নিয়ে লন্ডনে বসবাস করছেন।