যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুটি গাড়ির সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে একটি লিমুজিন গাড়ির সঙ্গে আরেকটি ছোট গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৮ জনই লিমুজিনটির যাত্রী। বাকি দুইজন পথচারী।
পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরে একটি লিমুজিনে করে বেশ কিছু লোক একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় গণপরিবহন নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান রবার্ট সামওয়াল্ট এক সংবাদ সম্মেলনে বলেন, ২০০৯ সালের পর থেকে দেশে এটিই সবচেয়ে বড় এবং ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাদের ধারণা, ২০০১ ফোর্ড এক্সকারসন মডেলের লিমুজিন গাড়িটিতে আরোহীদের হয়তো সিটবেল্ট বাঁধা ছিল না।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চার বোন ও কমপক্ষে দুই জোড়া নবদম্পতি ছিলেন।
প্রাথমিকভাবে বলা হয়েছিল, গাড়িটিতে করে যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। তবে তারপর বলা হয়েছে, তারা একটি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল।