নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জে মা ইলিশ বিক্রি করার অভিযোগে শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে ৩৭টি মা ইলিশ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনা করার সময় মাছ রেখে ব্যবসায়ীরা পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্বদেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা বেগম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান বাজারে মা ইলিশ বিক্রি হচ্ছে। পরে তিনি মৎস কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। এরই ধারাবাহিকতায় শহরের কোর্ট স্টেশন এলাকায় মাছ বাজারে অভিযান চালান জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ভুইয়া।
জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ভুইয়া বলেন, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আর তা রক্ষা করা সকলের দায়িত্ব। তাছাড়া মৎস অধিদপ্তর থেকে ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করণ তথা ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এরপরও একদল অসাধু মাছ বিক্রেতা মা ইলিশ বিক্রি করছেন। তাই আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।