সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের আহ্বায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে নিখোঁজের ৫ দিন পর হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে সরাইল থানার পুলিশ তাকে উদ্ধার করে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জ বাজার হতে তার গ্রামের বাড়ি গন্ধদত্ত কান্দিবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ায় দুর্বল হয়ে পড়ায় শাকিলকে উদ্ধারের পরপরই সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে জকিগঞ্জ বাজার হতে তার গ্রামের বাড়ি গন্ধদত্ত কান্দিবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন কাউন্সিলর শাকিল। শনিবার সকালের দিকে শাকিলের নিখোঁজের বিষয়টি বুঝতে পেরে তার বড় ভাই নজরুল ইসলাম জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই দিন রাতেই শাকিলের মোবাইল থেকে অজ্ঞাত ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা দাবি করেন। কিন্তু এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়।