দুবাইয়ে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র শারাফ লোকমান। এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পাল্টা হামলা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমি আরব আমিরাতের বিনিয়োগকারীদের এ হুঁশিয়ারি দিচ্ছি যে ইয়েমেনে হামলা বন্ধ না হলে তাদের নিরাপত্তারও কোনো নিশ্চয়তা নেই। দুবাইয়েও হামলা অব্যাহত থাকবে।
শারাফ লোকমান বলেন, জিযান প্রদেশে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর নৌযানে হামলা চালানো হয়েছে। এটি ছিল হুদায়দা বন্দরে ইয়েমেনি জেলেদের ওপর সৌদি হামলার প্রতিশোধ। এছাড়া দুবাইতেও হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
তিনি আরও বলেন, জিযান ও দুবাইতে রোববারের হামলার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর শক্তি ও সামর্থ্য ক্রমেই বাড়ছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। এর ফলে এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছে। এছাড়া দেশটির সার্বিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।