বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

আফগান প্রেসিডেন্টের বৈঠকস্থান লক্ষ্য করে রকেট হামলা
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির বৈঠকস্থান লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির ঐতিহাসিক শহর গজনিতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গজনির নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সস্ত্রীক সেখানে যান ঘানি। গজনি প্রদেশ গভর্নরের কম্পাউন্ডে যখন তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন তখন এ হামলা চালানো হয়।

গজনি পুলিশের মুখপাত্র আহমাদ খান সিরাতের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কম্পাউন্ডের তিন শ মিটারের মধ্যে অন্তত দুটি এবং একটু দূরে আরেকটি রকেট নিক্ষিপ্ত হয়েছে। অথচ গজনির পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও লড়াই করছে নিরাপত্তা বাহিনী। কারণ গত মাসেই গজনি শহরের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান যোদ্ধারা। পরে মার্কিন বিমান হামলার সহায়তায় তালেবান যোদ্ধাদের হটানো সম্ভব হলেও বেশ কিছু আফগান সেনা হতাহত হয়েছে।

ওই মুখপাত্র জানান, হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি। তবে হালকা ও ভারি অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের সম্পর্কেও কিছু জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

গত মাসে গজনিতে তালেবান যোদ্ধাদের হামলায় বিস্মিত হয় গোটা আফগানিস্তান। কারণ তালেবানরা যে যেকোনো সময় বড় কোনো শহরে হামলা চালাতে সক্ষম তা স্পষ্ট হয় ওই হামলার মাধ্যমে।