সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে একটি মামলায় তিনি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগে ২১ জুলাই নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর দুই সমর্থক রাসেল আহমদ ও সুমন আহমদকে নগরীর ঝালোপাড়া ১০৮নং বাসা থেকে আটক করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে উপশহরে মহানগর পুলিশ উপ-কমিশনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপি নেতারা। এ ঘটনায় নগরীর শাহপরান থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
জামিনে থাকা অবস্থায় আলী আহমদ লন্ডনে চলে যান। নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশনা থাকলেও লন্ডনে অবস্থান করায় আলী আহমদ হাজিরা দিতে পারেননি। ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আলী আহমদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।