বুধবার, ২৯ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ



ইরানে বিপ্লবী গার্ডের কুচকাওয়াজে নির্বিচার গুলি, নিহত ২৪
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সামরিক কুচকাওয়াজে নির্বিচার গুলিতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫৩ জন। নিহতদের মধ্যে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য ও দর্শনার্থী নারী ও শিশু রয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, শনিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে সামরিক কুচকাওয়াজের সময় অজ্ঞাত বন্দুকধারীরা এই হামলা চালায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এবং কুচকাওয়াজ দেখতে আসা নারী ও শিশুরা রয়েছেন।

খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি হোসেইন হোসেইনজাদেহ বলেছেন, দুই হামলাকারী নিহত হয়েছেন। বাকি দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদক জানান, প্যারেড স্ট্যান্ডের পেছন থেকে কয়েকজন বন্দুকধারী নির্বিচার গুলি করতে থাকে। এতে কয়েকজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সম্প্রতি ইরানে এ ধরনের জনাকীর্ণ অনুষ্ঠানে হামলার ঘটনা বেড়েছে।

হামলার জন্য এক টুইট বার্তায় ‘বিদেশি সরকারকে’ দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ। তবে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।