বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ



রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ স্বীকৃতি কানাডার পার্লামেন্টের
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর নিধনযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডার পার্লামেন্ট।

কানাডার আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত দেন বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার তারা জাতিসংঘের একটি তথ্য যাচাই প্রতিবেদনকে অনুমোদন দেয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করা হয়েছে’ এবং মিয়ানমারের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা এই গণহত্যার নির্দেশ দিয়েছিলেন।

এরপর এক পদক্ষেপে কানাডার আইনপ্রনেতারা বলেন, তারা ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে এসব অপরাধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন’।

গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, গণধর্ষণ এবং তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করে আসছে মানবাধিকার সংস্থাগুলো।

প্রাণ বাঁচাতে সেখান থেকে নতুন করে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে তারা বিভিন্ন ঘিঞ্জি শরণার্থী ক্যাম্পগুলোতে বসবাস করছেন।