রবিবার, ১১ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ



ভারতের বিপক্ষে টাইগারদের অসহায় আত্মসমর্পণ
খেলাধুলা ডেস্ক

খেলাধুলা ডেস্ক



বিজ্ঞাপন

২০১৫ সাল থেকে বাংলাদেশ-ভারত ম্যাচ ক্রিকেটে নতুন দ্বৈরথের জানান দিচ্ছিল। প্রায় হারিয়ে যাওয়া পাকিস্তান-ভারত ম্যাচের আমেজ অনেকে খুঁজে পাচ্ছিলেন এই দুই দলের লড়াইয়ে। সেবার বিশ্বকাপে নানা বিকর্তের ম্যাচে ভারতের কাছে হারের পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ধোনির দলকে ২-১ এ হারিয়েছিল বাংলাদেশ। এরপর থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচের বাজার রমরমা। কিন্ত গেল বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালের পর ওয়ানডেতে আরো একটি নিরুত্তাপ বাংলাদেশ-ভারত ম্যাচের প্রদর্শনী হলো এশিয়া কাপে। দুবাইয়ে শুক্রবার সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে এক রকম হেসে খেলে ৭ উইকেটে হারিয়েছে ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হয়েছিল দুই দল। টস হেরে আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাবে ১৩.৪ ওভার বাকী থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন।

সুপার ফোর পর্বে বাংলাদেশের শুরুটা হলো তাই ঘোর হতাশা দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু হলেও বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। সেই ম্যাচের পরদিনই নেমে পড়তে হয় ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে। ক্লান্তি নিয়ে তাই কথা হয়েছে অনেক। শেষ পর্যন্ত ক্লান্ত বাংলাদেশকে খুঁজে পাওয়া গেল না ব্যাটিংয়ে। আর ১৭৩ রানের পুঁজি নিয়ে ভারতের বিপক্ষে তো আর লড়াই করা যায় না। তার জন্য চাই বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত কিছু। টাইগাররা সেটিও পারেনি।