বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ওপেনিংয়ের দুর্দশায় তড়িঘড়ি করে সৌম্যকে দুবাই পাঠানো হচ্ছে
খেলাধুলা ডেস্ক

খেলাধুলা ডেস্ক



বিজ্ঞাপন

ওপেনিংয়ে টালমাটাল অবস্থা বাংলাদেশের। তামিম ইকবাল ছিটকে যাওয়ার পর নাজমুল হোসেন শান্তকে বিকল্প হিসেবে নেয়া হলেও প্রত্যাশা মেটাতে পারেননি একদম। লিটন দাসও বারবার ব্যর্থ হচ্ছেন।

ওপেনিংয়ের এই দুর্দশায় তড়িঘড়ি করে দুবাই পাঠানো হচ্ছে সৌম্য সরকারকে। টিম ম্যানেজম্যান্টের জরুরী বার্তা পাওয়ার পর ঢাকা-দুবাই ফ্লাইটের জন্য দৌঁড়ঝাপ বাঁহাতি এই ওপেনারের। বিসিবির এক সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাতটায় দুবাইয়ের ফ্লাইট ধরবেন সৌম্য। পরেরদিনই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।

তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে লিটন দাসকে ‘ফিক্সড’ করেই নিয়ে যাওয়া হয়েছিল এশিয়া কাপে। কিন্তু প্রথম তিন ম্যাচের একটিতেও কিছু করে দেখাতে পারেননি এই ওপেনার। তিন ইনিংসে তার রান-৭, ৬ আর ০।

কব্জির চোটে দেশে ফেরা তামিমের বদলে নাজমুল হোসেন শান্তকে দিয়েও চেষ্টা করা হয়েছে। কিন্তু অাফগানিস্তানের বিপক্ষে অভিষিক্ত হয়ে তিনি করেছেন মাত্র ৭ রান। আজ ভারতের বিপক্ষে আবারও ৭।

এই অবস্থায় অভিজ্ঞ একজন ওপেনারের অভাবটা খুব করেই বোধ করছে বাংলাদেশ। ওপেনিংয়ের ব্যর্থতায় আফগানিস্তান আর ভারতের বিপক্ষে দুই ম্যাচেই দুইশর নিচে গুটিয়ে গেছে টাইগাররা।

শুধু সৌম্য সরকার নন, আরেক অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েসকেও নাকি আরব আমিরাতে পাঠানোর চেষ্টা চলছে। শেষ সময়ে এসে টনক নড়েছে কর্তাদের।