এশিয়া কাপের ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকেও সুপার ফোরে তুললো আফগানিস্তান। টানা দুই ম্যাচ হেরে বিদায় নিতে হলো তাদের। এতে এক ম্যাচ হাতে রেখে সুপার ফোরে জায়গা করে নিলো বাংলাদেশ।
সোমবার আবুধাবিতে ‘বি’ গ্রুপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কা ৯১ রানে হেরেছে আফগানিস্তানের কাছে। এই জয়ে বাংলাদেশের সঙ্গে আফগানরাও পেয়েছে সুপার ফোরের টিকিট। সমান ২ পয়েন্টে থেকে আগামী বৃহস্পতিবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান সব উইকেট হারিয়ে ৫০ ওভারে করে ২৪৯ রানে। তারপর মুজিব উর রহমান, রশিদ খান ও মোহাম্মদ নবীর দুর্দান্ত স্পিনে ৪১.২ ওভারে ১৫৮ রানে শ্রীলঙ্কাকে অলআউট করে আফগানিস্তান।