বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ



কুলাউড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন
কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া প্রতিনিধি



বিজ্ঞাপন

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৭ সেপ্টেম্বর সোমবার বিকালে নবীন চন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে পৃথিমপাশা ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেন, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান।

উল্লেখ্য, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে মোট ১৪টি টিম এ টুর্নামেন্ট অংশগ্রহণ করে।