শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

উইকেট উৎসবে মেতেছে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক

খেলাধুলা ডেস্ক



বিজ্ঞাপন

শ্রীলঙ্কাকে ২৬২ রানের টার্গেট দেওয়ার পর বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ। ৭ উইকেট তুলে নিয়েছে তারা ৮০ রান দিয়েই। ২১ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৮০।

মুশফিকুর রহিমের অনবদ্য এক ইনিংসে ৪৯.৩ ওভারে ২৬১ রান করে বাংলাদেশ সব উইকেট হারিয়ে। লক্ষ্যে নেমে মুস্তাফিজুর রহমান উদ্বোধনী জুটি ভাঙার পর মাশরাফি মুর্তজার জোড়া আঘাতে বিপর্যস্ত লঙ্কান ব্যাটিং লাইনআপ।

দ্বিতীয় ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মুস্তাফিজ। প্রথম বলেই বিদায় নেন লঙ্কান ওপেনার। পরের ওভারে মাশরাফি বোল্ড করেন উপুল থারাঙ্গাকে (২৭)। বাংলাদেশের অধিনায়ক তার পরের ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকেও মাঠ ছাড়া করেন।

প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজ ‍তুলে নেন শ্রীলঙ্কার চতুর্থ উইকেট। কুশল পেরেরাকে ১১ রানে এলবিডাব্লিউ করেন বাংলাদেশি স্পিনার। ৩৮ রানে ৪ উইকেট হারানোর পর শানাকাকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ম্যাথুস। কিন্তু অধিনায়কের ভুল বোঝাবুঝিতে নন স্ট্রাইকে ফিরতে গিয়ে সাকিব আল হাসানের থ্রোতে মিরাজ রান আউট করেন শানাকাকে (৭)।

পরের ওভারে ইনিংসে প্রথম বল হাতে নিয়ে দ্বিতীয় বলেই ম্যাথুসকে ১৬ রানে এলবিডাব্লিউ করেন রুবেল।