মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে এক যুবককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। আটককৃত যুবকের নাম মারুফ হোসেন (২৮)। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার চানশীরকাপন এলাকার মৃত আরিফ মিয়ার ছেলে।
১৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বড়লেখা পৌরশহরের মসজিদ মার্কেটের সামনে কয়েকটি মোটরসাইকেল রাখা ছিল। এরমধ্যে একটি মোটরসাইকেলের লক খোলার চেষ্টা করেন মারুফ। এতে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সন্দেহ হয়। তাঁরা ‘চোর’ বলতেই সে দৌঁড় দেয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মারুফকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার ।