মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলীতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় ব্যাংকার সায়েম আহমদ রুহিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক বড়লেখা শাখার ম্যানেজার শাহজাহান আহমদ ও সেকেন্ড ম্যানেজার বাবলুর রহমান, মৌলভীবাজার শাখার এরিয়া ম্যানেজার বজলুর রশিদ, এসএম নুকুল কুমার বৈদ্য, স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন, ইসলাম উদ্দিন, জাগরণ সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফাহিম, স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তায়েফুর রাজা প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন কাঠালতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম ফয়জুল বারী। সংবাদ বিজ্ঞপ্তি