মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’১৮ (অনূর্ধ্ব ১৭)-এ ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন দল জয়লাভ করেছে।
৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রনির একমাত্র গোলে ৮নং উত্তর দক্ষিনভাগ ইউনিয়ন দলকে হারিয়ে ২য় রাউন্ড নিশ্চিত করে উত্তর শাহবাজপুর।
উল্লেখ্য, গতকাল বিকেল ৩টায় বড়লেখা পৌরসভা প্রাঙ্গণে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১১টি দল অংশ নিচ্ছে।
গতকাল উদ্বোধনী খেলায় বড়লেখা পৌরসভার মুখোমুখি হয় সুজানগর ইউনিয়ন ফুটবল দল। খেলার প্রথমার্ধ্বে গোল করে সুজানগর ইউনিয়ন ফুটবল দল। দ্বিতীয়ার্ধ্বে বড়লেখা পৌরসভা গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ২-১ গোলে বড়লেখা পৌরসভার কাছে হারে সুজানগর ইউনিয়ন ফুটবল দল।