রবিবার, ১১ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ



বড়লেখায় ট্রাইবেকারে সুজানগরকে হারালো পৌরসভা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় বড়লেখা পৌরসভার মুখোমুখি হয় সুজানগর ইউনিয়ন ফুটবল দল।

খেলার প্রথমার্ধ্বে গোল করে সুজানগর ইউনিয়ন ফুটবল দল। দ্বিতীয়ার্ধ্বে বড়লেখা পৌরসভা গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ২-১ গোলে বড়লেখা পৌরসভার কাছে হারে সুজানগর ইউনিয়ন ফুটবল দল।

এর আগে বেলা তিনটায় বড়লেখা পৌরসভা প্রাঙ্গণে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নুর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, প্যানেল মেয়র তাজ উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী প্রমুখ।

এসময় তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ কায়ছার পারভেজ, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, হিফজুর রহমান, পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন, রেজাউল করিম রেজা, ধারাভাষ্যকার ইকবাল হোসেন, আমজাদ হোসেন পাপলু ও আহমদ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১১টি দল অংশ নিচ্ছে।