সাফ সুজুকি কাপে গ্রুপপর্বে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। খেলার ৮৫ মিনিটে এসে জয়সূচক গোলটি করেন তপু বর্মন। বামপ্রান্ত থেকে থ্রো পাকিস্তানের গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় ফিরিয়ে দিলেও পরে রক্ষণে তা পেয়ে তপু বর্মন হেড করে জালে জড়ান। এতেই উৎসবে ভাসেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দর্শকরা।
শুরু থেকেই দৈহিক গড়নে এগিয়ে থাকা পাকিস্তান কঠিন পরীক্ষাই নিতে থাকে বাংলাদেশের। সাফ সুজুকি কাপে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দলটি। ‘এ’ গ্রুপে দু’দলেররই এটি দ্বিতীয় ম্যাচ। উত্তেজনার ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সাফ শুরু করায় বাংলাদেশি দর্শকদের আশা এখন আকাশ ছুঁয়েছে। তাই সুফিল-স্বাদদের খেলা দেখতে এদিনও স্টেডিয়ামে ঢল নেমেছে।
কিন্তু, পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে প্রত্যাশিত গোলটি আদায় করতে পারেনি বাংলাদেশ। নেপালের বিপক্ষে ২-১ গোলে জিতে সাফ শুরু করা পাকিস্তান যে তীব্র লড়াইয়ের বার্তা দিয়ে যাচ্ছে।
ম্যাচের ৮ মিনিটেই যেমন কাঁপিয়ে দেয় তারা বাংলাদেশ রক্ষণ। আলির নেয়া কিক কর্নারের বিনিময়ে বাঁচান গোলরক্ষক সোহেল। বিপরীতে বাংলাদেশ আক্রমণে উঠলেও এখনঅব্দি সে রকম ফিনিশিং আদায় করতে পারেননি সুফিলরা। তবে ৮৫ মিনিটে তপু বাংলাদেশকে এগিয়ে দেন। অবশ্য গোল করার আনন্দে শরীর থেকে জার্সি খুলে তিনি হলুদ কার্ডও দেখেন।
এদিন আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে মামুনুলকে রেখে প্রথম একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। গোলরক্ষক হিসেবে রেখেছেন আগের ম্যাচে খেলা শহিদুল আলম সোহেলকে। অধিনায়কত্বের বাহুবন্ধনী দেয়া হয়েছে জামাল ভূইয়াকে। আগের ম্যাচেও বাংলাদেশের নেতৃত্বে ছিলেন তিনি।
নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। বৃহস্পতিবার দিনের অন্য ম্যাচে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপাল। এই জয়ে চার দলের ‘এ’ গ্রুপের লড়াইটা বেশ জমে গেছে।
বাংলাদেশ একাদশ
ওয়ালি ফয়সাল, তপু বর্মান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, মাসুক মিয়া জনি, শহিদুল আলম সোহেল (গোলরক্ষক)।