‘আল্লাহর কসম করে বলতেছি যদি আমার মৃত্যু হয় তার পুরো দায় আমার পরিবারের’- নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন স্ট্যাটাস দিয়ে এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার নিজ বাড়িতে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতা বাশার মাহমুদের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার রাত ১১টা ২৫ মিনিটে বাশার তার নিজের ফেসবুকের অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে ছাত্রলীগ নেতা লেখেন, আল্লাহর কসম করে বলতেছি যদি আমার মৃত্যু হয় তার পুরো দায় আমার পরিবারের বিশেষ করে আমার ভাইয়ের, আমার মৃত্যুতে কারো কোনো প্ররোচনা ছিল না, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ক্ষমা করবেন আমাকে।
এরপর নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাশার। পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হয়ে বাশার আত্মহত্যা করেন বলে তার বন্ধুদের ধারণা।
এর আগে গত ১ সেপ্টেম্বর দুপুরের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন বাশার। সেখানে তিনি লেখেন, সুসময় অনেকে বন্ধু বটে রয়, অসময় হায় হায় কেউ কারো নয়…।
চান্দিনা থানার ওসি শামসুল আলম বলেন, এ বিষয়ে এখনো কেউ পুলিশকে অবগত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।