মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের ধারায় ফিরল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। রোববার ১১ বলে ২৮ রানের দুর্ধর্ষ একটি ইনিংস খেলে দলকে ৭ উইকেটের জয় এনে দেন এই টাইগার। এর আগের ম্যাচে শনিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে হেরেছিল সেন্ট কিটস। ওই ম্যাচে ৯ নম্বরে নামানো হয়েছিল মাহমুদউল্লাহকে। তবে পরের ম্যাচ নিজেদের ভুল শুধরে নেয় দলটি। ব্যাটিং অর্ডারের উপরে উঠে আসেন মাহমুদউল্লাহ। তার প্রতিদান দেন তিনি দলকে জয় উপহার দিয়ে।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জ্যামাইকা তালাওয়াহস। রভম্যান পাওয়েলের বিস্ফোরক ব্যাটিংয়ে ২০৬ রানের বড় স্কোর দাঁড় করায় তারা। পাওয়েল ৪০ বলে করেন ৮৪ রান। মেরেছেন ৪টি ছক্কা ও ১১টি চার। এছাড়া গ্লেন ফিলিপস ২৯ বলে ৪০ ও ডেভিড মিলার ২০ বলে ৩২ রান করেন
জবাবে সেন্ট কিটস ব্যাট করতে নামলে বৃষ্টি হানা দেয় মাঠে। ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচে। খেলা পুনরায় শুরু হলে বৃষ্টি আইনে মাহমুদউল্লাহদের লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ১১৮ রান। এই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার এভিন লুইসকে (০) হারিয়ে বসে সেন্ট কিটস। তবে অন্য ওপেনার ক্রিস গেইল ও ৩ নম্বরে নামা ডি ফন ডার ডাসেন ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের লক্ষে নিয়ে যান। তবে ব্যক্তিগত ৪১ রানে আউট হয়ে যান গেইল। এই রান করা পথে ২টি ছক্কা ও ৬টি চার মারেন তিনি ২৪ বলে।
গেইলের আউটের পর বেন কাটিংও (০) আউট হয়ে যান দ্রুতই। তবে ডাসেনের সাথে যোগ দেন মাহমুদউল্লাহ। এসময় জয়ের জন্য সেন্ট কিটসের প্রয়োজন ছিল ১৮ বলে ৪২ রান। তবে মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে এই লক্ষ্য সহজেই পার হয়ে যায় তারা। ফলে ৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেয়ে যায় সেন্ট কিটস। মাহমুদউল্লাহর ২৮ রানের ইনিংসে ছির ২টি করে ছক্কা ও চারের মার। ডাসেন ২৪ বলে করেছেন ৪৫ রান। তিনি মেরেছেন ২টি ছক্কা ও ৪টি চার।