হবিগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাংচুরও করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রোববার রাত সাড়ে ৮ টার দিকে শহরের কালীবাড়ি রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও দোকানপাঠ ভাংচুরের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পূণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।