মোস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচটার কথা কি মনে আছে? ২০১৫ সালের ১৮ জুন, ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ওই ম্যাচে দুর্দান্ত সব কাটার দিয়ে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন ভারতীয়দের। ৫০ রান খরচায় ৫ উইকেট নিয়ে দলের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন ‘দ্য ফিজ’।
ঘরের মাঠে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওই সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের ৩০৭ রানের জবাবে ২২৮ রানে গুটিয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। যাতে বড় অবদান ছিল ‘কাটার মাস্টার’ মোস্তাফিজের। সিরিজের ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি।
সেই মোস্তাফিজের সামনে আবার ভারত। ওই সিরিজে খেলা মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মারা আছেন এবারের ভারতীয় দলেও। এশিয়া কাপের ফাইনালে। টুর্নামেন্টে দারুণ ফর্মেও আছেন ২৩ বছর বয়সী এই পেসার। এরই মধ্যে নিয়েছেন ৮টি উইকেট। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষেই নিয়েছেন ৪টি। আর আফগানিস্তানের বিপক্ষে তার শেষ মুহূর্তের ‘ম্যাজিকেল’ ওভারেই রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।
অবশ্য ভারতের বিপক্ষে সর্বশেষ দুই দেখায় উইকেটশূন্য থেকেছিলেন তিনি। সেটা একটু চিন্তার কারণ যদিও। তবে আগের ম্যাচে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধ্বসের নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজ। ফাইনালের মঞ্চে সেরা ফর্মে থাকা ফিজের সামনে যখন ভারত, তখন আশা করাই যায় ভারত-বধেও টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।