সিলেট আওয়ামী লীগের কোনো কার্যালয় নেই দীর্ঘদিন ধরে। এ কারণে কার্যালয় ছাড়া সকল রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করলেও কেন্দ্রের নির্দেশে নতুন কার্যালয় প্রস্তুত করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকীর দিন কার্যালয়টি উদ্বোধন করা হচ্ছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর সোবহানীঘাট এলাকার চালিবন্দরে কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়ার বদর উদ্দিন আহমদ কামরান জানান, কেন্দ্রের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে আমরা কার্যালয় প্রস্তুত করেছি। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এই কার্যালয়ের কার্যক্রম শুরু করব। এখন থেকে দলীয় কার্যক্রম এখানে পরিচালিত হবে।
তিনি জানান, কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ইব্রাহিম স্মৃতি সংসদকে সংস্কার করে নতুন রুপে সাজানো হয়েছে। নতুন চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় আসবাপত্র আনা হয়েছে। ছোট ছোট অনুষ্ঠান কার্যালয়েই করা যাবে বলে কামরান জানান।