ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি কোরবিন বলেছেন, ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তারা।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লিভারপুলে দলীয় এক সম্মেলনে তিনি এ কথা বলেন। জেরেমি করবিনের এ ঘোষণার পর উপস্থিতি বহু মানুষ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।
তিনি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান একটি বাস্তবতা। এ কারণে তার দল ক্ষমতা গ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
উল্লেখ্য, গত বছর লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেছিলেন, ব্রিটেনের পক্ষ থেকে অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে।