ক্রিকেটে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনার লড়াই। কিন্তু দীর্ঘদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বীর এই জমজমাট দ্বৈরথ নিয়মিত দেখছে না বিশ্ব। মাঝে মধ্যে আইসিসি’র টুর্নামেন্টে দেখা হয়ে যায়। তবে সেপ্টেম্বরে আরেকটি পাক-ভারত মহারণ দেখবে বিশ্ব। ১৯ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আর এই ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহ এতই যে, বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে ম্যাচটির সব টিকিট।
এশিয়া কাপের ১৪তম আসর শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর, দুবাইয়ে। গেল আসর টি-টুয়েন্টি ফরম্যাটে হলেও এ আসর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। আসরে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান পড়েছে ‘এ’ গ্রুপে। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। শুক্রবার ম্যাচের টিকিট বিক্রি শুরু করে আয়োজক কর্তৃপক্ষ। আর বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট।
এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। ‘এ’ গ্রুপে পড়েছে ভারত পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়া আসা দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা