মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে ‘বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর বুধবার বিকেলে স্থানীয় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে ‘মরহুম আবুল হোসেন আলম স্মৃতি পরিষদ’ কর্তৃক আয়োজিত ও ব্রাজিল প্রবাসী আব্বাস আহমেদের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় জাকারিয়া একাদশকে পরাজিত রাজু একাদশ বিজয়ী হয়েছে। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন আদম রাজু।
ফাইনাল খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সায়পুর দুর্বার আদর্শ যুব সংস্থার আহবায়ক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও মরহুম আলম হোসেন স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক রিফাত বিন শাওনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহেল আহমদ, একরাম আলী বলাই, সেলিম আহমদ, মাসুক উদ্দিন, নুরুজ মিয়া, এনামুল হক, এবাদ সারোয়ার, মোহাম্মদ জাফর আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি