নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় মাছুমা বেগম (১৫) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মাছুমা বেগম উপজেলার উত্তর শাহবাজপুরের কুমারশাইল গ্রামের এমদাদুর রহমানের (ইন্তাজুল) মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ২৯ নভেম্বর রোববার দুপুরের দিকে বাবা ও সৎ মার ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন মাছুমা বেগম। পরে পরিবারের সদস্যরা বিয়ষটি টের পেয়ে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাছুমা বেগমকে ভর্তি করা হয়। রাত সোয়া ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাছুমা বেগম মৃত্যু কোলে ঢলে পড়েন।
এ বিষয় শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম বলেন, কিশোরীর বিষপানের খবর পেয়ে সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।