সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে শিশুসহ অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের উত্তর কানিশাইল প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামের জুমা দাস (৪০) ও তাঁর শিশুপুত্র লিমন দাস (৫)। অপর আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মীরগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা সিলেটের উদ্দেশ্যে ই.এম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-০৪-০২১৪) ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের উত্তর কানিশাইল এলাকায় আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ১ শিশু, ২ জন নারীসহ ৪ জন আহত হন। আহতদের তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।