শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শুকনোয় সাঁকো বেয়ে, বর্ষায় নায়ে চলাচল



বিজ্ঞাপন

শুকনোয় সাঁকো বেয়ে আর বর্ষায় নায়ে পারাপার করে সিলেটের কানাইঘাটের শত শত শিক্ষার্থী।

সীমান্তঘেঁষা উপজেলা জকিগঞ্জ ও কানাইঘাট। এ দুই উপজেলার মধ্যদিয়ে বয়ে গেছে সুরমা নদী। কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার শেষ সীমা আটগ্রাম কাড়াবাল্লা। সেখানকার কানাইঘাট পাড়ের মানুষেরা হতদরিদ্র। গ্রামের মানুষের চলাফেরার রাস্তা পর্যন্ত নেই। জমির আল বা খেতের জমি দিয়ে চলাচল করে অনেকে। সেই এলাকায় নেই শিক্ষা প্রতিষ্ঠান। সেখানকার কয়েক গ্রামের শত শত শিক্ষার্থী সুরমা পাড়ি দিয়ে ওপারে জকিগঞ্জ উপজেলার লুৎফুর রহমান উচ্চ বিদ্যালয়, ইছামতি ডিগ্রি কলেজ, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে।

শুধু শিক্ষা অর্জনের জন্য এইসব শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে শুকনোয় সাঁকো বেয়ে আর বর্ষায় নায়ে চড়ে সুরমা নদী পারাপার করে। সুরমা নদীর ওই এলাকায় প্রায় ত্রিশ কিলোমিটারের মধ্যে কোনো ব্রিজ নেই। সেখানে এলাকাবাসীর ব্রিজের দাবি পুরনো। এলাকাবাসী নতুন করে স্থানীয় সাংসদের দ্বারস্থ হলে তিনি কয়েকবার প্রতিশ্রুতি দিয়েও কাজ হয়নি। এলাকার লোকজনের অনুরোধে এটা লিখলাম। আপনার একটি শেয়ার লাঘব করতে পারে ওইসব শিক্ষার্থীর চলাচলের কষ্ট।

লেখা: সাত্তার আজাদ
ছবি: হোসেন আহমদ কিবরিয়া