বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

লন্ডনে গ্রামার স্কুল ভর্তি পরীক্ষায় বড়লেখার নোভার রেকর্ড ফলাফল
লন্ডন প্রতিবেদক

লন্ডন প্রতিবেদক



বিজ্ঞাপন

যুক্তরাজ্যে প্রতিবছর ১১+ (গ্রামার স্কুল) ভর্তি পরীক্ষায় হাজার হাজার প্রতিদ্বন্দ্বির মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী স্টেট স্কুল খ্যাত প্রথম সারির মাধ্যমিক স্কুলগুলোতে সুযোগ পায়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পরীক্ষায় ১১ বছরের শিক্ষার্থীরা মাসের পর মাস প্রস্তুতি নিয়ে তাদের স্বপ্নের স্কুলগুলোতে ভর্তির সুযোগ পেতে চেষ্টা করে। আর এ প্রতিদ্বন্দ্বিতায় বিলেতে আমাদের বাংলাদেশি মা-বাবারা ও অত্যন্ত আগ্রহের সাথে বাচ্চাদের সুন্দর ভবিষ্যত গড়ার স্বপ্নে দায়িত্বশীলতার পরিচয় রেখে যাচ্ছেন।

তেমনি এক বাংলাদেশি ক্ষুদে শিক্ষার্থী লন্ডনের নিউহ্যাম বারার বাসিন্দা মৌলভীবাজারে বড়লেখা উপজেলার এম নজমুল ইসলাম ও সৈয়দা শাহনাজ আক্তারের বড় মেয়ে মিফতাহুল জান্নাত নোভা। নোভা এবার ৫টি স্কুলে (বারায়) পরীক্ষা দিয়ে পাঁচটিতেই সম্মানজনক প্রথম সারির ফলাফল অর্জন করে কমিউনিটি তথা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের নজর কাড়তে সক্ষম হয়েছে। বর্তমানে নোভা নিউহ্যাম বারার সাউদার্ন রোড প্রাইমারী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। নোভা বড়লেখা পৌরসভার অজমিরের মাস্টার বাড়ির মরহুম আব্দুল গনী মাস্টার এর বড় নাতনি।

যুক্তরাজ্যের টপ স্টেট স্কুলগুলোর একটি নর্থ লন্ডনের ‘The Henrietta Barnett School’ এ সর্বোচ্চ ব্যান্ড এ (Band –A ) অর্জন করেছে, যেখানে প্রায় ৩০০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৯৩ জন সুযোগ পেয়েছে। ইস্ট লন্ডনের রেডব্রিজ বারার অন্যতম স্কুল ‘Woodford County High School For Girls’ -এ সে রেকর্ড মার্কস (১৩০.৪৩) পেয়ে টপ র‍্যাংকিং এ রয়েছে। ‘Kent County Council’ -এ ৪২৩ নম্বরের মধ্যে ৪২৩ পেয়ে প্রায় ৬০০০ পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে। ‘London Borough Of Bexley’ -তে নোভা ৬৫৬৩ জনের মধ্যে টপ ১৮০ তে স্থান অর্জন করেছে। তাছাড়া CSSE (Essex) -এ ৩৯১.২১৭ মার্কস পেয়ে প্রথম সারিতে আছে।

নোভার মা বাবা জানান, ছোটবেলা থেকে সে পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী, সে নিজে নিজে তার স্কুল হোমওয়ার্ক করতে পছন্দ করে। মা-বাবা ও তার দাদার পেশা শিক্ষকতা তার পছন্দ। ভবিষ্যতে অক্সফোর্ড/ক্যামব্রিজ বিশ্ববিদ্যল্যের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে শিক্ষকতা করার স্বপ্ন দেখে নোভা।