বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় যুবদল নেতা শামীমের হত্যাকারী ‘শের বাহাদুর‘ আটক
কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া প্রতিনিধি



বিজ্ঞাপন

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীমের হত্যাকারী হিসাবে প্রাথমিক ভাবে সনাক্ত উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের ফরিদ আলীর পালক হাতি ‘শের বাহাদুর’কে আটক করা হয়েছে।

গাজীপুর বন বিটের বিট অফিসার রিয়াজ উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকালে গাজীপুর বনবিটের বিট অফিসার বন প্রহরি ও হাতির প্রকৃত মাহুত মুহিদ আলী ও তাঁর কয়েকজন সঙ্গী মাহুতসহ ষাঁড়েরগজ পাহাড়ে তল্লাশি চালিয়ে শের বাহাদুরকে জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের লক্ষীছড়া বাঁশ মহালে একটি মেদিহাতিসহ দেখতে পান।

এ সময় (মাস্ত আক্রান্ত) হাতিটি প্রাকৃতিক কারণে ক্ষিপ্ত ছিল। তাকে নাম ধরে ডাকার পর সে প্রতিবাদ জানায়। বিট অফিসার আরো জানান, পুরুষ হাতি যখন ক্ষিপ্ত হয় (আঞ্চলিক ভাষায় গরম হওয়া) তখন তারা অত্যন্ত হিংস্র হয়ে উঠে। অবশেষে বিভিন্ন কৌশলে মেদি হাতিসহ শেরবাহাদুরকে বশে এনে হাতির মালিক রাজনগর গ্রামের ফরিদ আলীর বাড়ীতে নিয়ে আসা হয়।

মেদি হাতিটিকে সংগে থাকায় সে এখন অনেকটা শান্ত রয়েছে বলে বিট অফিসার জানান। এক প্রশ্নের জবাবে বিট অফিসার জানান, শামীম নিহত হওয়ার পেছনে শের বাহাদুর জড়িত কিনা না-তা তিনি বলতে পারবেন না।

এদিকে গত বুধবার ময়না তদন্ত শেষে নিহত আজমল আলী শামীমের দাফন সম্পন্ন হয়েছে।