বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

প্রস্তুত কুলাউড়ার নবাব বাড়ি, নিষিদ্ধ হাতি
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

দীর্ঘ আড়াইশ বছরেরও বেশি সময় ধরে পালন করে আসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নবাব বাড়িতে এবারো ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ১০ মহরম (আগামীকাল শুক্রবার) পবিত্র আশুরা পালন করা হবে। শিয়া সম্প্রদায়ের মুসলমানদের সবচেয়ে গুরুতপূর্ণ এ দিনে নিজ শরীর রক্তাত্ব করে হায় হোসেন, হায় হোসেন ধ্বনিতে পালন করবে এ দিনটি।

শান্তি পূর্ণভাবে আশুরা পালনের লক্ষে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহব্বান জানিয়েছেন, পৃথিমপাশার নবাব বাড়ির মোতাওয়াল্লী ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ এডভোকেট নবাব আলী আব্বাছ খান।

এদিকে প্রতি বছর তাজিয়া মিছিলে হাতির উপস্থিতি থাকলেও এবার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে নবাব বাড়িতে হাতির উপস্থিতি। কারণ হিসেবে পুলিশ বলছে, কয়েক লক্ষ মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠা নবাব বাড়ি কোন অঘটন কাম্য নয়। গেল বছর মিছিল শেষে একটি হাতির অস্বাভাবিক আচারণ আর ১৮ সেপ্টেম্বর রাতে হাতির আক্রমণে যুবদল নেতার নিহতের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন প্রকার ঝুঁকি নিতে রাজি না। তাই পুলিশের পক্ষ থেকে একাধিক বৈঠক করে নবাব বাড়িতে হাতির উপস্থিতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকায় তাজিয়া মিছিলে ছুরি-তলোয়ার বহন নিষিদ্ধ করেছে ডিএমপি।

সব-রকমের অপৃতিকর ঘটনা এড়াতে পুরো নবাব বাড়ি জোড়েই তৎপর রয়েছে পুলিশ সদস্য এমন তথ্য জানিয়েছেন এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) মো: আবু ইউসুছ।

তিনি বলেন, ‘কঠোর নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়েছে পৃথিমপাশার নবাব বাড়ি। আজ রাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পর্শকাতর জায়গা মোতায়েন করা হয় একাদিক থানা পুলিশ, গ্রাম পুলিশ।’

রাত সাড়ে আটটায় কুলাউড়ার পৃথিমপাশা নবাব বাড়ি থেকে পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ‘সাদা পোষাকে রয়েছে অনান্য বাহিনীর সদস্যরা।’ অপরদিকে কাল ১০ মহরম বেলা ৩টায় পৃথিমপাশা নাবাব বাড়ির হোসেনি দালান থেকে ধর্মী ভাবগাম্বীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বের হবে সু-সজ্জিত তাজিয়া মিছিল। শিয়া সম্প্রদায়ের কয়েক’শ পুরুষ যুদ্ধের নানা অনুসঙ্গ, তাজিয়া, কালো, লাল ও সবুজ নিশান উড়িয়ে মিছিলে অংশগ্রহণ করবে। পা নগ্ন রেখে মিছিলে অশংগ্রহণ কারীরা শোকের প্রতিক কালো পোশাক পরিধান করবে।

নিরাপত্তার বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ্ জালাল বলেন, বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১০ মহরম পবিত্র আশুরা পালন করবে পৃথিমপাশার নবাব বাড়ি। ওই স্থানের যে কোনো ধরনের অপতিকর ঘটনা এড়াতে আমরা সব রকমের প্রস্তুত আছি।