বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে নিখোঁজ ৩ তরুণের সন্ধান চান স্বজনরা
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সিলেটে গত চারাদিনে ৩ তরুণ নিখোঁজ হয়েছেন। তাদেরকে অপহরণ করা হয়েছে নাকি স্বেচ্ছায় পলায়ন করেছে কিছুই বুঝে উঠতে পারছে না পরিবার। তাদের সন্ধান চেয়ে র‌্যাব-পুলিশ অফিসে ছুটছেন স্বজনরা। নিখোঁজ এর তিনটি ঘটনাই ঘটেছে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে। এ ঘটনায় সিলেটে তোলপাড় চলছে।

৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর টিলাগড় থেকে ইমাদ উদ্দিস সুহিন (২৪) নামে এক যুবক নিখোঁজ হন। তিনি ওই দিন মৌলভীবাজারের ভানুগাছ থেকে পাহাড়িকা এক্সপ্রেসে সিলেটে অবস্থানরত এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর সঙ্গে ফোনে কথা বলার ১০ মিনিট পর থেকে মোবাইল নাম্বার বন্ধ রয়েছে। সুহিন কমলগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে।

সুহিনের মামা হাফিজুর রহমান জানান, তারা র‌্যাব-৯ এর সদর দপ্তর ও সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেছেন। তাদের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

সুহিন নিখোঁজের ১২ ঘণ্টার মাথায় ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় একই এলাকা থেকে সাজ্জাদ হোসেন নামে আরেক কলেজছাত্র নিখোঁজ হন। টিলাগড় শাপলাবাগ এলাকা থেকে পার্শ্ববর্তী এমসি কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। সাজ্জাদ এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের সায়েস্তাগঞ্জের পশ্চিম নোয়াগাঁও গ্রামে। তিনি মুক্তিযোদ্ধা ইদ্রছ আলীর ছেলে। এ ঘটনায়ও শাহপরান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

৫ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় সিলেটের কদমতলী থেকে নিখোঁজ হন আবুল বাশার কাহের (২৪) নামে আরেক যুবক। তিনি বালাগঞ্জ থেকে প্রয়োজনীয় কাজে সিলেট এসেছিলেন। তিনি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। বুধবার রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ ঘটনায় কাহেরের ভগ্নিপতি দক্ষিণ সুরমা উপজেলার ডুংশ্রী গ্রামের আব্দুল কাদির জিতু দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নাম্বার ৩০৮।

সুহিন ও সাজ্জাদ নিখোঁজের ঘটনাটি ঘটে এসএমপির শাহপরান থানায়। এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, তারা নিখোঁজ যুবকদের সন্ধানে নেমেছেন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, যেসব থানায় নিখোঁজের ঘটনা ঘটেছে, সেখানে সাধারণ ডায়েরি করেছেন স্বজনরা। পুলিশ নিখোঁজ যুবকদের সন্ধানে আন্তরিক রয়েছে।